অনুবাদ, Reading, Writing ও translation নিয়ে ৯০% বাংলাদেশী মহা সমস্যায় ভুগছে। এটার main কারণ : বড় বড় English sentence পড়ে সেগুলোর বাংলা অর্থ কী, সেটা তৃপ্তি মতো বুঝে না।
View More?জুনের ১ম সপ্তাহে - ঢাকা বিশ্ববিদ্যালয়। ?জুলাইয়ের ১ম সপ্তাহে - ঢাবি অধিভুক্ত ৭ কলেজ। ?জুলাইয়ের শেষ সপ্তাহে - রাজশাহী বিশ্ববিদ্যালয়। ?আগস্টের ১ম সপ্তাহে - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখনো তারিখ দেয়নি চট্টগ্রাম ও গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহ। সূত্রঃ দ্যা ডেইলি ক্যাম্পাস। ? বিশ্ববিদ্যালয়ে একটা আসন নিজের করে নিতে চাইলে যে কাজ ভালোভাবে করতে হবে। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য প্রথমেই ভালো একটি প্রশ্নব্যাংক নির্বাচন করতে হবে এক্ষেত্রে নেক্সাস পাবলিকেশন্স এর প্রশ্নব্যাংকগুলো সবচেয়ে নির্ভূল ও তথ্যবহুল। প্রথমে যে ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে সেই ইউনিটের জন্য নেক্সাস পাবলিকেশন্স এর একটি প্রশ্নব্যাংক হাতে নাও। নেক্সাস এর প্রশ্নব্যাংক-এ বিগত বছরের প্রশ্নগুলোর এতো বিস্তারিত ব্যাখ্যা আছে যে তুমি ব্যাখ্যা থেকে ৮০-৯০% প্রশ্ন হুবহু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কমন পাবা। প্রশ্নব্যাংক থেকে প্রতি ২/৩ দিনে ১ বছরের প্রশ্ন সমাধান করার চেস্টা করবা তারপর ব্যাখ্যাগুলো ভালো করে গুরুত্বের সাথে পড়বে। আশাকরি এভাবে প্রশ্নব্যাংক শেষ করতে পারলে তুমি অন্যদের থেকে অনেক এগিয়ে যাবে। #ঢাকা_বিশ্ববিদ্যালয়_খ_ইউনিট_বা_মানবিক_বিভাগ_এবং_ঘ_ইউনিট_বা_বিভাগ_পরিবর্তন:
View More▪️ বাংলা ১ম পত্র: বাংলা প্রথম পত্রের জন্য “একুশে বাংলা ১ম পত্র” নামে একটি বই আছে, ওখানে খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া রয়েছে। বাংলা ১ম পত্রের জন্য “একুশে বাংলা ১ম পত্র" বইটা সাথে রাখবে; বইটি তোমার মেনটর হিসাবে কাজ করবে। এই বইটি থেকে বাংলা ১ম পত্রের সবগুলো প্রশ্নই কমন পাবা। ▪️ বাংলা ২য় পত্র: বাংলা ২য় পত্রে ৩টি অংশ রয়েছে- ব্যাকরণ, বিরচন ও সাহিত্যকর্ম #ব্যাকরণ: ব্যাকরণের জন্য “একুশে বাংলা ব্যাকরণ” নামে একটি বই রয়েছে, ওটা শেষ করতে পারলে ব্যাকরণ অংশের সবগুলো প্রশ্নই হুবুহু কমন পাবে।
View MoreAll about IBA BBA Admission ( A - Z ) by 2ndhandbajar.com.
View MoreArmy IBA Frequent Questions
View MoreIBA BBA Information in Bangla . নির্বাচন পদ্ধতি সকল বাংলাদেশী আবেদনকারীকে অবশ্যই ভর্তি পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় দুটি উপাদান রয়েছে: লিখিত এবং যোগাযোগ। লিখিত টেস্ট আবেদনকারীদের দক্ষতা মূল্যায়ন করে: ভাষা গণিত, এবং বিশ্লেষণাত্মক ক্ষমতা লিখিত টেস্টে যোগ্যতা অর্জনের জন্য, একজন আবেদনকারীকে উপরের প্রতিটি ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা অর্জনের স্কোর পেতে হবে। লিখিত পরীক্ষায় তাদের পারফরম্যান্সের ভিত্তিতে আবেদনকারীদের যোগাযোগ পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে। ভর্তির জন্য চূড়ান্ত নির্বাচন লিখিত টেস্ট এবং যোগাযোগ পরীক্ষায় আবেদনকারীর প্রাপ্ত স্কোরের উপর ভিত্তি করে হবে।
View MoreArmy Institute of Business Administration , commonly known as Army IBA, is a business school run by the Bangladesh Army in affiliation with the Bangladesh University of Professionals in Savar Cantonment, Savar, Dhaka.
View MoreLet's Talk about USA and capitalism. Do You know what capitalism means? A country that has the most capital or money is called A capitalized country Same as the company that has great capital can be called a capitalized company. When a business starts Its normal to have a lack of capital but when It grows It can offer things cheaper than It could before.
View More