ভাইয়া আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কি করতে হবে?
উত্তরঃ চান্স পাওয়ার জন্য কি করবা সেটা পরে, আগে স্বপ্নের কথাটা বাস্তবে এনে চিন্তা করো।
জীবনে একটা স্বপ্ন দেখছ, এই স্বপ্নটা পূরণ করার জন্য সে-ই পরিমাণ পরিশ্রম করতে পারবা না? এই স্বপ্নটা অবাস্তব কিছুনা, স্বপ্নের সিড়ি তোমার সামনে অপেক্ষা করছে। শুধু মূল্যবান সময়টুকো নষ্ট করো না।
জীবনে যদি বেচে থাকো অনেক কিছুই পাবা, কিন্তু এই কয়মাস সময় আর কখনই পাবা না। ফেসবুক, বন্ধু আড্ডা,খেলা সব থাকবে শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ ছাত্রী হিসেবে নিজের পরিচয়টা কোনোদিন দিতে পারবা না। তাই স্বপ্ন দেখো,স্বপ্নকে ছুয়ে দেয়ার জন্য মুষ্টিবদ্ধ করে প্রতিজ্ঞা করো।
আমি পারব,আমাকে দিয়েই হবে বিশ্বাস রাখো তোমাকে দিয়ে হবে।
আর মনে রাখবে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মানে তুমি বিজয়ী না।
একটা বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে কিছু দিবেনা আবার অনেক কিছুই দিবে। আর সেটা অর্জন করে নিতে হবে তোমার যোগ্যতা দিয়ে।
দিনশেষে তোমার বিশ্ববিদ্যালয়ের ট্যাগ দিয়ে তোমাকে কেউ বিবেচনা করবেনা, বিবেচনা করবে তোমার যোগ্যতা দিয়ে।
এমন হাজারো নজির রয়েছে একই বিশ্ববিদ্যালয়ের একই ডিপার্টমেন্ট এর এক বন্ধু মাইক্রোসফটে চাকরি করে আরেক বন্ধু নেশায় আসক্ত হয়ে বিভিন্ন অশালীন কার্যকলাপে লিপ্ত।
তোমরা যারা ভর্তি প্রস্তুতি নিচ্ছো ইংরেজির পাশাপাশি কিন্তু বাংলা ও সাধারণ জ্ঞান ভালে করে পড়বে। নাহলে একটাতে ভালো করে বাকিগুলো খারাপ করলে কোন লাভ হবেনা, চান্স পাবা না।
? বিশ্ববিদ্যালয়ে একটা আসন নিজের করে নিতে চাইলে যে কাজ ভালোভাবে করতে হবে।
বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য প্রথমেই ভালো একটি প্রশ্নব্যাংক নির্বাচন করতে হবে এক্ষেত্রে নেক্সাস পাবলিকেশন্স এর প্রশ্নব্যাংকগুলো সবচেয়ে নির্ভূল ও তথ্যবহুল। প্রথমে যে ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে সেই ইউনিটের জন্য নেক্সাস পাবলিকেশন্স এর একটি প্রশ্নব্যাংক হাতে নাও। নেক্সাস এর প্রশ্নব্যাংক-এ বিগত বছরের প্রশ্নগুলোর এতো বিস্তারিত ব্যাখ্যা আছে যে তুমি ব্যাখ্যা থেকে ৮০-৯০% প্রশ্ন হুবহু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কমন পাবা। প্রশ্নব্যাংক থেকে প্রতি ২/৩ দিনে ১ বছরের প্রশ্ন সমাধান করার চেস্টা করবা তারপর ব্যাখ্যাগুলো ভালো করে গুরুত্বের সাথে পড়বে। আশাকরি এভাবে প্রশ্নব্যাংক শেষ করতে পারলে তুমি অন্যদের থেকে অনেক এগিয়ে যাবে।
#ঢাকা_বিশ্ববিদ্যালয়_খ_ইউনিট_বা_মানবিক_বিভাগ_এবং_ঘ_ইউনিট_বা_বিভাগ_পরিবর্তন:
ঢাকা বিশ্ববিদ্যালয় খ/ঘ ইউনিটে বাংলা, ইংরেজি ও সাধারন জ্ঞান এই ৩টি বিষয় থেকে প্রশ্ন করা হয়। এই ৩টি বিষয়ে যেখান থেকে যেভাবে প্রস্তুতি নিবে সেটা উল্লেখ করছি:
█▒ বাংলা প্রস্তুতি ▒█
▪️ বাংলা ১ম পত্র:
বাংলা প্রথম পত্রের জন্য “একুশে বাংলা ১ম পত্র” নামে একটি বই আছে, ওখানে খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া রয়েছে। বাংলা ১ম পত্রের জন্য “একুশে বাংলা ১ম পত্র" বইটা সাথে রাখবে; বইটি তোমার মেনটর হিসাবে কাজ করবে। এই বইটি থেকে বাংলা ১ম পত্রের সবগুলো প্রশ্নই কমন পাবা।
▪️ বাংলা ২য় পত্র:
বাংলা ২য় পত্রে ৩টি অংশ রয়েছে- ব্যাকরণ, বিরচন ও সাহিত্যকর্ম
#ব্যাকরণ: ব্যাকরণের জন্য “একুশে বাংলা ব্যাকরণ” নামে একটি বই রয়েছে, ওটা শেষ করতে পারলে ব্যাকরণ অংশের সবগুলো প্রশ্নই হুবুহু কমন পাবে। একুশে বাংলা ব্যাকরণ বইটি শেষ করতে একটু কষ্ট হলেও এটা ফলো করাই ভালো হবে কারন এই বইটি থেকে ১০০% ব্যাকরণ প্রশ্ন কমন পাবা। বইটিতে ১৫০০০+ বিগত বছরের প্রশ্ন রয়েছে। বইটি বর্তমানে ব্যাকরণের জন্য সেরা।
#বিরচন: বিরচন অংশের জন্য "নেক্সাস বাংলা বিরচন" নামে একটি বই রয়েছে, ওটা দেখতে পারো অথবা “একুশে বাংলা ব্যাকরণ” বই থেকে পড়তে পারো।
মনে রাখবে, ব্যাকরণ ও বিরচন থেকে কমপক্ষে ৮-৯ টি প্রশ্ন প্রায়ই এসে থাকে।
.
#সাহিত্যকর্ম: বাংলার জন্য কিছু সাহিত্যকর্ম ও ইতিহাস পড়তে হবে। যেখান থেকে প্রশ্ন আসবেই তা উল্লেখ করছি:
#প্রাচীনযুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, চর্যাপদ, শ্রীকৃষ্ণকীর্তন, বাংলা ভাষার আবির্ভাব, পত্রপত্রিকা, উল্লেখযোগ্য লেখক ও কবিদের গুরুত্বপূর্ণ সাহিত্যসমূহ।
মনে রাখবে, BCS, DU, JU, RU, CU এর Question সলভ করলেও অনেক বেশি কমন পাবে। একত্রে সব ভর্সিটির প্রশ্ন “একুশে বাংলা ১ম পত্র“ ও "একুশে বাংলা ব্যাকরণ" বইতে পাবা এবং ওগুলো ভালো করে শেষ করবা।
.
▪️ বাংলা লিখিত পরীক্ষা:
লিখিত পরীক্ষার বাংলা অংশে পাঠ্যসূচিভুক্ত একটি পাঠের মূলভাব লিখন, কবিতার উদ্ধৃতি ব্যাখ্যা, উদ্ধৃত সংলাপ ব্যাখ্যা (গদ্য, উপন্যাস ও নাটক-ভিত্তিক), লেখক / কবি পরিচিতি, মিলকরণ (গদ্য, কবিতা ও ব্যাকরণভিত্তিক), সারাংশ / সারমর্ম লিখন, বানান শুদ্ধি ও প্রমিতকরণ, সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখন, ব্যাকরণ-সম্পর্কিত বিষয়াবলি (সংজ্ঞার্থ ও দৃষ্টান্ত) এবং অনুবাদ অধিক গুরুত্ব পাবে।
“একুশে বাংলা ১ম পত্র“, "একুশে বাংলা ব্যাকরণ" ও "Varsity Written Analysis" এই ৩টি বই পড়লেই লিখিত অংশের প্রস্তুতি ১০০% হয়ে যাবে।
▪️ শেষ ২/৩ দিন আগে করনীয়:
শেষ সময়ে রিভিশনের জন্য “নেক্সাস বাংলা শর্ট সাজেশন” বইটা অবশ্যই পড়তে হবে।
.
█▒ ইংরেজি প্রস্তুতি ▒█
:::
ইংরেজিতে ৫ টি পার্ট থেকে প্রশ্ন হয়।
Grammar Part
Vocabulary Part
Comprehension Part
Text Book
Written Part
প্রথমত, Grammar Part:
English এর জন্য- “NEXUS English Written + MCQ” নামে একটি বই পাওয়া যায়, ওটা দেখতে পারো। ওটার রুলস ও প্রশ্নগুলো ভাবে সলভ করতে পারলে আমার বিশ্বাস Grammar-এ তোমার প্রস্তুতি ১০০% হয়ে যাবে।
দ্বিতীয়ত, Vocabulary Part:
Vocabulary এর জন্য অনেকেই Saifurs Students Vocabulary পড়ে, বইটি অবশ্যই ভালো তবে বইটিতে কোন বিগত বছরের প্রশ্ন নেই। আর বিগত বছরের প্রশ্ন সম্পর্কে ধারনা না থাকলে তুমি চোখ থাকতে অন্ধের মতো। এক্ষেত্রে তুমি “NEXUS Vocabulary" বইটা পরতে পারো এটাতে গুরুত্বপূর্ণ Vocabulary সহ ভর্তি পরীক্ষা আসা বিগত সকল বছরের প্রশ্ন ব্যাখ্যাসহ দেওয়া আছে। আর অন্যান্য মুখস্ত আইটেমের জন্য "NEXUS English Written + MCQ" বইটা থেকে পড়লেই Vocabulary part এর প্রস্তুতি ১০০% হয়ে যাবে।
আর,
তৃতীয়ত, Reading Comprehension Part:
Reading Comprehension থেকে ৫-৬ টি প্রশ্ন থাকে।Comprehension এর জন্য - “NEXUS English Q Bank” নামে একটি বই পাওয়া যায়, ওটা দেখতে পারো। ওটাতে ১০০০০+ MCQ এর Explanation দেওয়া আছে। প্রশ্ন গুলো ভাবে সলভ করতে পারলে আমার বিশ্বাস তোমার প্রস্তুতি ১০০% হয়ে যাবে।
আর,
চতুর্থত Text Book Part:
HSC-এর ইংরেজি ১ম পত্র Text Book থেকে সাধারণত Text Book Related Literature (Metaphor, Simile, Personification এই গুলা) ও Vocabulary থাকে। Text Book অংশের জন্য “Varsity Written Analysis” এই বইটি দেখলে Text Book অংশের জন্য আর কোন বই বা লেকচার সীট ফলো করার দরকার হবে না।
N.B: Text Book থেকে সাধারনত ক/গ/ঘ ইউনিটে তেমন প্রশ্ন আসে না, শুধু খ ইউনিটে ৩/৫ টা প্রশ্ন আসে।
আর,
৫ম অংশ লিখিত: লিখিত পরীক্ষায় সাধারণত General English, Comprehension, Short paragraph, Explanation (Explain with the reference to the Context), Rearranging, Translation, Punctuation, Gap filling with & without clues, Sentence making, Changing and Transformation of sentences অধিক গুরুত্ব পাবে।
.
ইংরেজি লিখিত অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই হলো- “Varsity Written Analysis” (মানবিক ও বিভাগ পরিবর্তন) এই বইটি। এই বইটি Written অংশের জন্য পূর্নাঙ্গ বই। এই বইটি দেখলে লিখিত অংশের জন্য আর কোন বই বা লেকচার সীট ফলো করার দরকার হবে না।
▪️ শেষ ২/৩ দিন আগে করনীয়:
শেষ সময়ে রিভিশনের জন্য “নেক্সাস ইংলিশ সাজেশন” বইটা অবশ্যই পড়তে হবে।
.
█▒ সাধারন জ্ঞান প্রস্তুতি ▒█
সাধারণ জ্ঞান সংশ্লিষ্ট প্রশ্ন সাধারনত বাংলাদেশ, আন্তর্জাতিক ও সাম্প্রতিক বিষয়াবলীর উপরে হয়।
.
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী: এতোদিন যেসব বই থেকে পড়েছো, সেই সকল বই থেকে রিভিশন করতে পারো। অথবা “জ্ঞান ভান্ডার" বইটি পড়তে পারো। এই বইটি Written + MCQ এর জন্য পূর্নাঙ্গ সাধারণ জ্ঞান বই। এই বইটি পড়লে সাধারণ জ্ঞানের জন্য আর কোন বইয়ের দরকার হবে না।
সাম্প্রতিক বিষয়াবলী: সাম্প্রতিক সাধারণ জ্ঞানের জন্য পরীক্ষার আগে আগে প্রকাশিত যেকোন একটি বই পড়ে ফেললেই চলবে। তবে এক্ষেত্রে "সাম্প্রতিক জ্ঞান" বইটা দেখতে পারো। তবে "সাম্প্রতিক জ্ঞান" বইটা পড়লে কারেন্ট অ্যাফেয়ার্স, দৈনিক পত্রিকা পড়া লাগবে না কারন "সাম্প্রতিক জ্ঞান" বইতে সকল তথ্য-ই খুব সুন্দরভাবে গুছিয়ে দেওয়া থাকে। আর তাছাড়া সাম্প্রতিক বিষয়াবলী আমরা গ্রুপগুলোতে পোষ্ট করে দিব।
.
সাধারণ জ্ঞান লিখিত অংশের জন্য “Varsity Written Analysis” বইটি পড়লে আর কোন বই পড়ার দরকার হবে না কারন এই বইতে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান একই সাথে দেওয়া রয়েছে।
.
#ঢাকা_বিশ্ববিদ্যালয়_গ_ইউনিট_বা_বানিজ্য_বিভাগ:
ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিটে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ এবং মার্কেটিং বা ফিনান্স ও ব্যাংকিং এই ৫টি বিষয় থেকে প্রশ্ন করা হয়। এই ৫টি বিষয়ে যেভাবে যেখান থেকে প্রস্তুতি নিবে সেটা উল্লেখ করছি:
█▒ বাংলা প্রস্তুতি ▒█
খ/ঘ ইউনিটের বাংলা প্রস্তুতি আর গ ইউনিটের বাংলা একই। তাই খ/ঘ ইউনিটের জন্য যেভাবে বাংলা প্রস্তুতি নিতে বলা হয়েছে একইভাবে গ ইউনিটের বাংলা প্রস্তুতি নিবে।
█▒ ইংরেজি প্রস্তুতি ▒█
গ ইউনিটের ইংরেজি প্রশ্ন ৪ টি পার্ট থেকে প্রশ্ন হয়।
Grammar Part
Vocabulary Part
Comprehension Part
Written Part
প্রথমত, Grammar Part:
English এর জন্য- “NEXUS English Written + MCQ” নামে একটি বই পাওয়া যায়, ওটা দেখতে পারো। ওটার রুলস ও প্রশ্নগুলো ভাবে সলভ করতে পারলে আমার বিশ্বাস Grammar-এ তোমার প্রস্তুতি ১০০% হয়ে যাবে।
দ্বিতীয়ত, Vocabulary Part:
Vocabulary এর জন্য অনেকেই Saifurs Students Vocabulary পড়ে, বইটি অবশ্যই ভালো তবে বইটিতে কোন বিগত বছরের প্রশ্ন নেই। আর বিগত বছরের প্রশ্ন সম্পর্কে ধারনা না থাকলে তুমি চোখ থাকতে অন্ধের মতো। এক্ষেত্রে তুমি “NEXUS Vocabulary" বইটা পরতে পারো এটাতে গুরুত্বপূর্ণ Vocabulary সহ ভর্তি পরীক্ষা আসা বিগত সকল বছরের প্রশ্ন ব্যাখ্যাসহ দেওয়া আছে। আর অন্যান্য মুখস্ত আইটেমের জন্য "NEXUS English Written + MCQ" বইটা থেকে পড়লেই Vocabulary part এর প্রস্তুতি ১০০% হয়ে যাবে।
আর,
তৃতীয়ত, Reading Comprehension Part:
Reading Comprehension থেকে ৫-৬ টি প্রশ্ন থাকে।Comprehension এর জন্য - “NEXUS English Q Bank” নামে একটি বই পাওয়া যায়, ওটা দেখতে পারো। ওটাতে ১০০০০+ MCQ এর Explanation দেওয়া আছে। প্রশ্ন গুলো ভাবে সলভ করতে পারলে আমার বিশ্বাস তোমার প্রস্তুতি ১০০% হয়ে যাবে।
আর,
চতুর্থত লিখিত: গ ইউনিটের লিখিত পরীক্ষায় সাধারণত * বাংলা থেকে ইংরেজি অনুবাদ ৫ টি ৫ নাম্বার * ইংরেজি থেকে বাংলা অনুবাদ ৫ টি ৫ নাম্বার * বিষয়ভিত্তিক সংক্ষিপ্ত প্রকাশ ইংরেজি ৫ টি ৫ নাম্বার * Precise ১ টি ৫ নাম্বার। তবে General English, Comprehension, Short paragraph, Explanation (Explain with the reference to the Context), Rearranging, Translation, Punctuation, Gap filling with & without clues, Sentence making, Changing and Transformation of sentences প্রশ্ন আসতে পারে।
.
ইংরেজি লিখিত অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই হলো- “Varsity Written Analysis” (বাণিজ্য বিভাগ) এই বইটি। এই বইটি Written অংশের জন্য পূর্নাঙ্গ বই। এই বইটি দেখলে লিখিত অংশের জন্য আর কোন বই বা লেকচার সীট ফলো করার দরকার হবে না।
.
█▒▒▒▒ হিসাব বিজ্ঞান প্রস্তুতি ▒▒▒▒█
হিসাব বিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ/ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাংকিং-এর জন্য “PROCTOR Business 4 in 1” নামে একটি বই আছে ঐ এক বইয়েই ব্যবসায় শিক্ষা গ্রুপের সকল সাবজেক্ট আছে। ওটা পড়লেই হিসাব বিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ/ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাংকিং-এ ৯০%-৯৫% প্রশ্ন কমন পাবে।
█▒ ব্যবসায় নীতি ও প্রয়োগ প্রস্তুতি ▒█
:::
খুব সহজেই যদি নম্বর তুলতে চাও তবে এই বিষয়কে কাজে লাগাও। কিছু গুরুত্বপূর্ণ টপিককে আয়ত্বে রাখতে পারলে ভালো ফলাফল আশা করা যেতেই পারে।
ব্যবসায় নীতি ও প্রয়োগ প্রস্তুতির জন্য "PROCTOR Business 4 in 1" বইটি যথেষ্ট হবে।
█▒ মার্কেটিং বা ফিনান্স ও ব্যাংকিং প্রস্তুতি ▒█
:::
মার্কেটিং বা ফিনান্স ও ব্যাংকিং প্রস্তুতির জন্য তেমন চিন্তার কিছু নাই HSC যা যা পড়েছো ঐগুলোই আসে সাথে "PROCTOR Business 4 in 1" বইটি পড়লেই ১০০% প্রস্তুতি হয়ে যাবে।
হিসাব বিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ/ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাংকিং - এই সবগুলো বিষয়ের জন্য বেস্ট বই হলো - "PROCTOR Business 4 in 1"। প্রতি সাবজেক্ট এর জন্য আলাদাভাবে বই কিনে অনেক টাকা খরচ না করে "PROCTOR Business 4 in 1" বইটি কিনলেই হবে। এতে টাকাও বাঁচবে, প্রিপারেশন ও হবে পূর্নাঙ্গ।
.
▪️ ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিটের প্রস্তুতির সাথে ঘ ইউনিটের প্রস্তুতি নিতে চাইলে গ ইউনিট প্রস্তুতির সাথে শুধু সাধারন জ্ঞানের প্রস্তুতি নিলেই ঘ ইউনিটের প্রস্তুতি হয়ে যাবে। কারন ঘ ইউনিট পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারন জ্ঞান থেকে প্রশ্ন করা হয়। গ ইউনিটের বাংলা, ইংরেজির সাথে অতিরিক্ত সাধারন জ্ঞান প্রস্তুতি নিলেই ঘ ইউনিটের আরোও ৪০০+ আসনের প্রস্তুতি হয়ে যাবে।
#ঘ_ইউনিটের_জন্য_অতিরিক্ত_বই:
✔️ সাধারণ জ্ঞানের জন্য: জ্ঞান ভান্ডার
✔️ সাম্প্রতিকের জন্য: সাম্প্রতিক
#ঢাকা_বিশ্ববিদ্যালয়_IBA_BBA:
ঢাকা বিশ্ববিদ্যালয় IBA (BBA) ইউনিটে English, General Math, ও Analytical Ability এই ৩টি বিষয় থেকে প্রশ্ন করা হয়। এই ৩টি বিষয়ে যে বইগুলো থেকে প্রস্তুতি নিবে সেটা উল্লেখ করছি:
✅ IBA (BBA) ভর্তি পরীক্ষার বই সাজেশন:
✔️প্রশ্ন ব্যাংক : NEXUS IBA (BBA) Admission Guide
✔️ ইংরেজির জন্য: ১. NEXUS English Written + MCQ; ২. NEXUS Vocabulary; ৩. Varsity Written Analysis ৪. NEXUS English Q Bank
✔️ General Math-এর জন্য: Math Analysis
✔️ Mental Ability & IQ-এর জন্য: IQ Analysis
✔️ Analytical Ability-এর জন্য: GRE Big Book
✔️ সাজেশন: নেক্সাস ইংলিশ সাজেশন
.
✅ গুচ্ছ পদ্ধতির আওতাভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি:
✍️ গুচ্ছ পদ্ধতির আওতাভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি ছাড়া ভালো ফলাফল প্রায় অসম্ভব, তাই সফলতার জন্য নিতে হবে সঠিক প্রস্তুতি।
✍️ সঠিক প্রস্তুতির জন্য “গুচ্ছ এনালাইসিস” ভর্তি গাইডটি পড়তে পারো। যেটি থেকে গতবছর শতভাগ প্রশ্ন কমন এসেছে।
??? ICT প্রস্তুতি ⭐️⭐️⭐️
? গুচ্ছ পদ্ধতির আওতাভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়সহ ঢাবি, রাবি ও অন্যান্য প্রায় সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ICT থেকে বাধ্যতামূলক প্রশ্ন করা হবে।
? একনজরে দেখে নিন গুচ্ছ পদ্ধতির আওতাভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ICT নম্বর বন্টন:
♦️ A Unit - 20 Marks (ঐচ্ছিক)
? B Unit - 25 Marks
♦️ C Unit - 20 Marks
✍️ এবার বুঝতে পারছেন ICT তে ভালো করা ছাড়া Admission Test-এ ভালো করা অসম্ভব।
✍️ সঠিক প্রস্তুতির জন্য “ICT Analysis” এবং ICT Express বই ২টি পড়তে পারো।
.
এই বইগুলো পড়লে কোচিং ছাড়াই ১০০% বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি হয়ে যাবে।
যারা কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিতে চাচ্ছো তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বই এবং রকমারি থেকে অনলাইনে অর্ডার করে ঘরে বসে পাওয়ার লিংক দেওয়া হলোঃ
প্রথমেই একটা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য দরকার ভালো মানের একটি প্রশ্নব্যাংক। বাজারের সবচেয়ে ভালো কিছু প্রশ্নব্যাংক এর লিংক দিলাম।
? বিজ্ঞান বিভাগ ভর্তি প্রস্তুতির জন্য সবচেয়ে ভালো প্রশ্নব্যাংক সমূহের অর্ডার লিংকঃ https://www.rokomari.com/.../biggan-bivager-jonno-sera...
? মানবিক বিভাগ ভর্তি প্রস্তুতির জন্য সবচেয়ে ভালো বইসমূহের অর্ডার লিংকঃ https://www.rokomari.com/.../manobik-bivag-abong-bivag...
? বাণিজ্য বিভাগ ভর্তি প্রস্তুতির জন্য সবচেয়ে ভালো বইসমূহের অর্ডার লিংকঃ https://www.rokomari.com/.../babosay-shikkha-bivager...
??? ঢাকা বিশ্ববিদ্যালয় ???
১। ঢাকা বিশ্ববিদ্যালয় “ক” ইউনিট (বিজ্ঞান বিভাগ) ভর্তি প্রস্তুতির সবচেয়ে ভালো প্রশ্নব্যাংক যেটিতে বিগত বছরের সকল প্রশ্ন ও সমাধান দেওয়া রয়েছে। অর্ডার লিংকঃ https://www.rokomari.com/.../dhaka-bissobidyaloy-written...
২। ঢাকা বিশ্ববিদ্যালয় “খ” ইউনিট (মানবিক বিভাগ) ভর্তি প্রস্তুতির সবচেয়ে ভালো প্রশ্নব্যাংক যেটিতে বিগত বছরের সকল প্রশ্ন ও সমাধান দেওয়া রয়েছে। অর্ডার লিংকঃ https://www.rokomari.com/.../nexus-proshnobank--dhaka-o...
৩। ঢাকা বিশ্ববিদ্যালয় “গ” ইউনিট (বাণিজ্য বিভাগ) ভর্তি প্রস্তুতির সবচেয়ে ভালো প্রশ্নব্যাংক যেটিতে বিগত বছরের সকল প্রশ্ন ও সমাধান দেওয়া রয়েছে। অর্ডার লিংকঃ https://www.rokomari.com/.../dhaka-bishwobidyaloy--jobi...
৪। ঢাকা বিশ্ববিদ্যালয় “আইবিএ (বিবিএ)” ভর্তি প্রস্তুতির সবচেয়ে ভালো প্রশ্নব্যাংক যেটিতে বিগত বছরের সকল প্রশ্ন ও সমাধান দেওয়া রয়েছে। অর্ডার লিংকঃ https://www.rokomari.com/.../nexus-iba--bba--admission-guide
? ঢাকা বিশ্ববিদ্যালয় লিখিত অংশের জন্য সবচেয়ে ভালো বই ?
১। ঢাকা বিশ্ববিদ্যালয় মানবিক ও বিভাগ পরিবর্তন ইউনিট লিখিত অংশের পূর্ণাঙ্গ প্রস্তুতির সবচেয়ে ভালো বই। অর্ডার লিংকঃ https://www.rokomari.com/.../nexus-varsity-written...
২। ঢাকা বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ ও আইবিএ এর লিখিত অংশের পূর্ণাঙ্গ প্রস্তুতির সবচেয়ে ভালো বই। অর্ডার লিংকঃ https://www.rokomari.com/.../nexus-varsity-written...
??? গুচ্ছ বিশ্ববিদ্যালয় ???
১। গুচ্ছ বিশ্ববিদ্যালয় “ক” ইউনিট (বিজ্ঞান বিভাগ) প্রস্তুতির সবচেয়ে ভালো গাইড। অর্ডার লিংকঃ https://www.rokomari.com/book/210701/guccho-analysis
২। গুচ্ছ বিশ্ববিদ্যালয় “খ” ইউনিট (মানবিক বিভাগ) প্রস্তুতির সবচেয়ে ভালো গাইড। অর্ডার লিংকঃ https://www.rokomari.com/book/210703/guccho-analysis
৩। গুচ্ছ বিশ্ববিদ্যালয় “গ” ইউনিট (বাণিজ্য বিভাগ) প্রস্তুতির সবচেয়ে ভালো গাইড। অর্ডার লিংকঃ https://www.rokomari.com/book/210700/guccho-analysis
??? বিইউপি (BUP) ???
১। বিইউপি “FST” ইউনিট (বিজ্ঞান বিভাগ) প্রস্তুতির সবচেয়ে ভালো গাইড। অর্ডার লিংকঃ https://www.rokomari.com/.../nexus-bup-admission-guide
২। বিইউপি “FASS” ইউনিট (মানবিক ও বিভাগ পরিবর্তন) প্রস্তুতির সবচেয়ে ভালো গাইড। অর্ডার লিংকঃ https://www.rokomari.com/.../nexus-bup--admission-guide
৩। বিইউপি “FSSS” ইউনিট (মানবিক ও বিভাগ পরিবর্তন) প্রস্তুতির সবচেয়ে ভালো গাইড। অর্ডার লিংকঃ https://www.rokomari.com/.../nexus-bup-admission-guide...
৪। বিইউপি “FBS” ইউনিট (বাণিজ্য ও বিভাগ পরিবর্তন) প্রস্তুতির সবচেয়ে ভালো গাইড। অর্ডার লিংকঃ https://www.rokomari.com/.../nexus-bup-admission-guide...
??? MIST ???
১। MIST প্রস্তুতির সবচেয়ে ভালো গাইড। অর্ডার লিংকঃ https://www.rokomari.com/.../nexus-mist-admission-guide...
??? IUT ???
১। IUT প্রস্তুতির সবচেয়ে ভালো গাইড। অর্ডার লিংকঃ https://www.rokomari.com/book/189470/nexus-iut-question-bank
? বাংলা প্রস্তুতির সবচেয়ে ভালো বই ?
১। বাংলা ১ম পত্রের জন্য সবচেয়ে ভালো বই। অর্ডার লিংকঃ https://www.rokomari.com/.../ekushe-bangla-1st-part--hsc...
২। বাংলা ২য় পত্রের জন্য সবচেয়ে ভালো বই। অর্ডার লিংকঃ https://www.rokomari.com/book/189449/ekushe-bangla-byakoron
? ইংরেজি প্রস্তুতির সবচেয়ে ভালো বই ?
১। ইংরেজি পূর্ণাঙ্গ প্রস্তুতির সবচেয়ে ভালো বইঃ https://www.rokomari.com/.../nexus-english-written-and-mcq
২। ভোকাবুলারি পূর্ণাঙ্গ প্রস্তুতির সবচেয়ে ভালো বইঃ https://www.rokomari.com/book/189453/nexus-vocabulary
৩। বিগত বছরের ইংরেজি প্রশ্ন থেকে প্রচুর পরিমান প্রশ্ন কমন আসে আর বিগত সকল ইংরেজি প্রশ্নের জন্য সবচেয়ে ভালো বইঃ https://www.rokomari.com/book/189454/nexus-english-q-bank
? আইসিটি প্রস্তুতির সবচেয়ে ভালো বইঃ https://www.rokomari.com/book/207942/ict-analysis
? বাণিজ্য বিভাগের সকল বিষয় (হিসাব বিজ্ঞান, ব্যবসায় নীতি, ফিন্যান্স ও মার্কেটিং পূর্ণাঙ্গ প্রস্তুতির সবচেয়ে ভালো বই। অর্ডার লিংকঃ https://www.rokomari.com/book/204990/proctor-business-4-in-1
? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভালো সাব্জেক্টে পড়তে চাইলে সময় থাকতেই সাবধান হতে হবে এবং ঢাবির রিটেনে আসেনা এমন টপিক বা ঢাবির সিলেবাসের সাথে মিল নাই এমন বই হাজারবার পড়ে শেষ করলেও লাভ নেই।
? ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে যেমন নামমাত্র টাকায় দেশসেরা প্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষা নেওয়ার সুযোগ পাবেন, পাশাপাশি মা-বাবার অনেকগুলো টাকা সেইভ করে দিতে পারবেন।
শুধু তাইনা, বিভিন্ন শিক্ষাবৃত্তি ও টিউশন করে উল্টো মা-বাবার মুখে হাসি ফোটাতে পারবেন ?
আর সম্মান ও ভালবাসার কথা ত বললাম ই না।
আত্মীয়- স্বজন থেকে পাড়া প্রতিবেশী সবাই তোমার উদাহরণ দিয়ে তাদের সন্তান কে উপদেশ দিবে।
? তোমার মা-বাবা গর্ব করে বলবে আমার কষ্ট সফল হয়েছে। আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে।
কী মা বারার মুখে হাসি ফুটোনোর ইচ্ছে আছে তো?
এই ছিল আজকের আলোচনা। পরিশেষে একটা কথায় বলবো পোস্ট লিখতে অনেক সময় ব্যয় করতে হয়, বিনিময়ে তোমাদের কাছে আমরা কিছুই দাবী করি না যা দাবী করি তা হলো তোমাদের দেওয়া উৎসাহ।
পোস্টটি প্রয়োজনের সময় খুঁজে পেতে শেয়ার করে নিজের ওয়ালে রেখে দাও। আর তোমাদের অন্যান্য বন্ধুদের ট্যাগ করে ওদের দেখার সুযোগ করে দিও।
শুভকামনা সবার জন্য